আবারো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পুতিন
2024-03-18 10:58:36


মার্চ ১৮: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে গণনা করা ৮৫ শতাংশ ভোটের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে ৮৭.১৯ শতাংশ ভোট পেড়েছে। তিনি অন্যান্য প্রার্থীদের থেকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন আজ (সোমবার) এ তথ্য জানায়।

এদিন ভোরে প্রচারাভিযান সদর দফতরে এক বক্তৃতায় পুতিন ভোটারদের সমর্থন দেবার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, রাশিয়া একটি বড় পরিবার। এই নির্বাচনের ফলাফল ভোটারদের আস্থা ও প্রত্যাশা প্রতিফলিত করে। দেশের সব কাজ সম্পন্ন হবেই। রাশিয়া সামনে এগিয়ে যাবে এবং আরও শক্ত, শক্তিশালী এবং আরও দক্ষ হয়ে উঠবে।

 

পরবর্তী সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি নতুন মেয়াদে জাতীয় উন্নয়ন প্রচার করবেন।

(রুবি/তৌহিদ/মুক্তা)