দুই অধিবেশনে তাইওয়ান বিষয়ে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তৃতার চেতনা অধ্যয়ন ও বাস্তবায়নে ফোরাম
2024-03-18 17:34:11

মার্চ ১৮: চীনের সদ্যসমাপ্ত দুই অধিবেশনে তাইওয়ান বিষয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তৃতার চেতনা অধ্যয়ন ও বাস্তবায়নের ওপর সম্প্রতি বেইজিংয়ে একটি ফোরাম আয়োজিত হয়েছে। চীনা কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিশনের তাইওয়ান বিষয়ক কার্যলয় ও রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যলয় এবং চীনা কুওমিনতাঙের বিপ্লবী কমিটির কেন্দ্রীয় কমিশন, তাইওয়ান গণতান্ত্রিক স্বায়ত্তশাসিত জোট ও নিখিল চীন তাইওয়ান স্বদেশী সমিতি এ ফোরামের আয়োজন করে।

ফোরামে বলা হয়, সি চিন পিং তাইওয়ান বিষয়ক কাজের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ইতিবাচকভাবে দু’তীরের বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা জোরদার এবং ক্রমাগত ‘স্বাধীনতার’ বিরোধিতাকারী পক্ষগুলোকে শক্তিশালী করতে এবং দেশের শান্তি ও একীকরণের প্রক্রিয়া উন্নীত করার কথা বলেছেন তিনি।

ফোরামে বলা হয়, সি চিন পিং নতুন পরিস্থিতিতে তাইওয়ান বিষয়ক কাজের মৌলিক দায়িত্ব, গুরুত্ব এবং নীতি ও ব্যবস্থা ব্যাখ্যা করেন। তাঁর কথা তাইওয়ান বিষয়ক কাজের জন্য গুরুত্বপূর্ণ তাত্ত্বিক ও ব্যবহারিক নির্দেশিকা হয়েছে। 

(ছাই/হাশিম)