দাবানল প্রতিরোধ কাজ জোরদার করেছে চীন
2024-03-18 19:03:24

মার্চ ১৮: চীনের জরুরি দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল (রোববার) জানিয়েছে যে, জাতীয় বন প্রতিরোধ ও পরিচালনা কার্যালয় এবং জরুরি দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় এদিন বেইজিংয়ে ভিডিও সম্মেলন আয়োজন করে। দাবানল প্রতিরোধ কাজ জোরদার করতে চীনের বেইজিং, হ্যপেই, শানসি, ইনার মঙ্গোলিয়া, লিয়াওনিং, শানতুং, কুয়াংসি, সিছুয়ান, কুইচৌ ও ইয়ুননানসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রদেশ এবারের ভিডিও সম্মেলনে যোগ দেয়।

জরুরি দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি বলেন, বর্তমান গোটা চীনে বনের আগুন প্রতিরোধ পরিস্থিতি কঠিন ও জটিল। সিছুয়ান ও ইয়ুন নানসহ সংশ্লিষ্ট এলাকায় দাবানল অব্যাহত রয়েছে। এর মধ্যে সিছুয়ান প্রদেশের ‘কানজিচৌইয়াচিয়াং’ জেলা এবং ‘খাংতিং’ শহরে দাবানল নিয়ন্ত্রণে আনতে লড়াই করা হচ্ছে। জরুরি দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়, জাতীয় দমকল উদ্ধার ব্যুরো এবং জাতীয় বন ও ঘাস ব্যুরোকে নিয়ে গঠিত কর্মগ্রুপ ইতোমধ্যেই দাবনলের ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট উদ্ধারকাজে পরামর্শ দিয়েছে।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)