আধুনিক নগর তৈরিতে ২৯৭ শহর পর্যবেক্ষণ করছে চীন
2024-03-18 15:37:28


মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: শহুরে পরিবেশ, নিরাপত্তা এবং জনসাধারণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা উন্নত করার লক্ষ্যে এ বছর ‘শহর পর্যবেক্ষণ উদ্যোগ’ গ্রহণ করেছে চীন সরকার।


এই উদ্যোগটির আওতায় প্রিফেকচার স্তরের ঊর্ধ্বে থাকা ২৯৭টি শহরকে পর্যবেক্ষণ করা হবে।

সম্প্রতি চীনের গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। 


এ পর্যবেক্ষণ উদ্যোগটি বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামো, খাদ্য নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ নিরাপত্তা।


চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসব্যাপী এ পর্যবেক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এরপর আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে পর্যবেক্ষণ প্রতিবেদনগুলো আবাসন এবং নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।


এ উদ্যোগের আওতায় ২৩৬টি শহর পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য দল গঠন ও বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছে। এর মধ্যে ১১৫টি ইতোমধ্যে পর্যবেক্ষণ কার্যক্রম শুরুও করেছে।


এই উদ্যোগ চীনা শহরগুলো আরও বাসযোগ্য এবং টেকসই করে তুলতে সাহায্য করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


শুভ/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি