সিরিয়ায় জরুরি মানবিক ত্রাণ দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2024-03-18 12:00:52

মার্চ ১৮: গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূত্রে জানা গেছে, সিরিয়ায় মানবিক ত্রাণের চাহিদাসম্পন্ন মানুষ এক কোটি ৬৭ লাখ! যা সিরিয়ায় গৃহযুদ্ধের পর সবচেয়ে বেশি। তাই সিরিয়ায় জরুরি মানবিক ত্রাণ দেবে সংস্থাটি।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক হানান বালেশ জানান যে, সিরিয়ার নতুন প্রজন্মের মানুষগুলো যুদ্ধের মধ্যে জন্মগ্রহণ করেছে, তারা জীবনে শুধু দাঙ্গাহাঙ্গামা দেখেছে এবং বারবার যুদ্ধের আঘাত সহ্য করেছে।

সিরীয় জনগণ যুদ্ধের কষ্ট সহ্য করেছে। গত ফেব্রুয়ারিতে ভূমিকম্পের কারণে দেশের অবস্থা আরো অবনতি হয়েছে এবং গত অক্টোবর মাসে নতুন দফায় ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘর্ষে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চল ও উত্তরপশ্চিমাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়ে পড়েছে।

হু’র পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে সিরিয়ায় কেবল ৬৫ শতাংশ হাসপাতাল ও ৬২ শতাংশ প্রাথমিক স্বাস্থ্যসেবা চালু রয়েছে, যা স্থানীয় জনগণের মানসিক স্বাস্থ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে সিরিয়ায় গুরুতর অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে, দেশের ৯০ শতাংশ মানুষ দরিদ্র্য, তারা মৌলিক চিকিত্সা গ্রহণে সক্ষম নয়।

 

সিরিয়ার স্বাস্থ্যব্যবস্থা রক্ষা ও জোরদারের আহ্বান জানান বালেশ, যাতে দেশের মানুষ চিকিত্সা পায়।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)