দাবানলের পর আগুন প্রতিরোধের দাবি জানিয়েছে চীন
2024-03-18 15:41:00

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের একটি বনে শুক্রবার দাবানল ছড়িয়ে পড়ার পর রোববার বন ও তৃণভূমির আগুন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষযে একটি টেলিকনফারেন্স অনুষ্ঠিত হয়। চীনের জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এই টেলিসম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন নিভানোর বিষয়ে অধিকতর নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে আরও বেশি বনায়ন করার নির্দেশনাও দেয়া হয়েছে। 

চীনে বন এবং তৃণভূমির আগুন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত গুরুতর এবং জটিল পরিস্থিতির কথা উল্লেখ করে, মন্ত্রণালয় বন্য অঞ্চলে আগুনের অবৈধ ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করার, লুকানো বিপদগুলো দূর করার, বৈজ্ঞানিকভাবে অগ্নিনির্বাপণ চালানো এবং হতাহতের ঘটনা এড়াতে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

সিছুয়ানে আগুন লাগার পর নিরাপত্তার জন্য  রোববার পর্যন্ত তিনহাজার ৩৯৬ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। 

শান্তা/ মিম