চীনের অর্থনীতির ধারাবাহিক বৃদ্ধি
2024-03-18 19:34:54

মার্চ ১৮: চলতি বছরের প্রথম দু’মাসে চীনে উত্পাদন চাহিদা ক্রমশ বৃদ্ধি পেয়েছে, কর্মসংস্থান ও পণ্যমূল্য স্থিতিশীল রয়েছে, উন্নয়নের গুণমান উন্নত হচ্ছে এবং সার্বিক অর্থনৈতিক অবস্থায় স্থিতিশীল উন্নয়নের ইতিবাচক প্রবণতা দেখা দিয়েছে।আজ (সোমবার) বেইজিংয়ে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে এ খবর জানা গেছে।

চীনে শিল্প উত্পাদন দ্রুততর হচ্ছে এবং পরিষেবা শিল্প ভালভাবে বৃদ্ধি পাচ্ছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, দেশব্যাপী বড় আকারের  শিল্পের সংযোজিত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৭% বৃদ্ধি পেয়েছে, যা গত  ডিসেম্বরের তুলনায় ০.২% বেশি। জাতীয় পরিষেবা শিল্প উত্পাদন সূচক গত বছরের একই সময়ের তুলনায় ৫.৮% বৃদ্ধি পেয়েছে।

বাজারের বিক্রয় পুনরুদ্ধার অব্যাহত রয়েছে এবং স্থায়ী স্থাপত্য সম্পদ বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রথম দুই মাসে, ভোগ্যপণ্যের মোট খুচরা বিক্রয় ছিল ৮.১৩০৭ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৫% বৃদ্ধি পেয়েছে। পরিষেবার খুচরা বিক্রয় বছরে ১২.৩%  বৃদ্ধি পেয়েছে। জাতীয় স্থায়ী স্থাপত্য সম্পদ বিনিয়োগ ছিল ৫.০৮৪৭ বিলিয়ন ইউয়ান, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪.২% বৃদ্ধি পেয়েছে।

পণ্য আমদানি ও রপ্তানি দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বাণিজ্য কাঠামোয় উন্নতি অব্যাহত রয়েছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, পণ্যের মোট আমদানি ও রপ্তানি ছিল ৬.৬১৩৮ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৭% বৃদ্ধি পেয়েছে। সাধারণ বাণিজ্যে আমদানি ও রপ্তানি ১০% বৃদ্ধি পেয়েছে, যা মোট আমদানি ও রপ্তানির ৬৫.৭% এবং গত বছরের একই সময়ের তুলনায় ০.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কর্মসংস্থান পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, জাতীয় শহুরে বেকারত্বের হার ছিল ৫.৩%। ফেব্রুয়ারিতে, জাতীয় শহুরে বেকারত্বের হার ছিল ৫.৩%, আগের মাসের তুলনায় ০.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং গত বছরের একই মাসের তুলনায় ০.৩ শতাংশ কমেছে। প্রথম দুই মাসে, জাতীয় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের প্রায় সমান হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ০.৮% হ্রাস পেয়েছে এবং ফেব্রুয়ারিতে ০.৭% বৃদ্ধি পেয়েছে।

(স্বর্ণা/হাশিম/ছাই)