নিউজিল্যান্ডের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় চীন, বললেন চীনা পররাষ্টমন্ত্রী
2024-03-18 19:15:50

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন নিউজিল্যান্ডের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির সঙ্গে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সোমবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং  রোববার থেকে শুরু হওয়া নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পাঁচ দিনের সরকারি সফরের প্রথম ধাপে রয়েছেন। সাত বছরে চীনের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম দুই মহাসাগরীয় দেশে সফর।

বৈঠকে ওয়াং বলেন, চীন নিউজিল্যান্ডের সঙ্গে যোগাযোগ জোরদার করতে চায় এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির সঙ্গে কাজ করতে চায়।

পিটার্স বলেন,  নিউজিল্যান্ড চীনের সাথে পুনরায় যুক্ত হওয়ার এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে আলোচনা করার আশা করে।

চীন ও নিউজিল্যান্ড ১৯৭২সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দশ বছর আগে, দুই দেশ একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলে।

দুই দেশের মধ্যে ব্যবহারিক সহযোগিতা ফলপ্রসূ ফলাফল দিয়েছে, দুই পক্ষ ২০০৮  সালে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর করেছে, এটি চীন এবং একটি উন্নত দেশের মধ্যে প্রথম এফটিএ।

দুইদেশে পণ্যের মোট বাণিজ্য  ২০০৮ সালে ৪.৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ২০২২ সালে ২৫বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

২০১৭ সালে, প্রথম পশ্চিমা উন্নত দেশ হিসেবে  নিউজিল্যান্ড চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা নথিতে স্বাক্ষর করে।  

শান্তা/শুভ