যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের চীন সফর
2024-03-18 12:10:24

মার্চ ১৮: গত শনিবার মার্কিন-চীন যুবক ছাত্রছাত্রী বিনিময় পরিষদের উদ্যোগে ওয়াশিংটনের ২৪জন মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী সানফ্রান্সিসকো থেকে চীনে ১১ দিনের সফর শুরু করেছে।

গত নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে ৫ বছরে মোট ৫০ হাজার মার্কিন শিক্ষার্থীকে চীন সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এবার মার্কিন শিক্ষার্থীরা বেইজিং, কুয়াংচৌ, শেনচেন ও হুপেই উতাং পাহাড়সহ বিভিন্ন এলাকা ভ্রমণ করবে এবং স্থানীয় স্কুলের চীনা শিক্ষার্থীদের সঙ্গে আদান-প্রদান করবে।

সানফ্রান্সিসকোতে নিযুক্ত চীনা কনসাল জেনারেল সং কুও সিউয়ান বলেন, মার্কিন শিক্ষার্থীরা চীনে পৌঁছার পর উন্মুক্ত চিন্তাধারায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া, চীনা সংস্কৃতি অনুভব করা এবং চীনা বন্ধুদের সাথে পরিচিত হওয়ার আশা করেন। যাতে সার্বিক, সত্য ও বহুমুখী চীন সম্পর্কে জানতে পারে। মার্কিন শিক্ষার্থীরা চীন সফরের পর দ্বিপাক্ষিক মৈত্রী দূতে পরিণত হবে বলে আশা করেন সং।

সানফ্রান্সিসকো মেয়র কার্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের পরিচালক মার্ক চ্যান্ডলার বলেন, চীন একটি বিস্ময়কর জায়গা, চীন সফর শেষ করে এ দেশ সম্পর্কে নতুন ধারণা তৈরি হবে, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নিয়ে নতুন চেতনা তৈরি হবে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)