রাফায় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি ডব্লিওএইচও’র আহ্বান
2024-03-17 18:05:58


মার্চ ১৭: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিওএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস গতকাল (শনিবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর—রাফার ওপর স্থল আক্রমণ চালানোর পরিকল্পনা নিয়েছে ইসরায়েল, এতে উদ্বিগ্ন তিনি। সেখানে হামলা না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ওই ঘনবসতিপূর্ণ এলাকায় সহিংসতা বাড়লে আরও বেশি মৃত্যু ও দুর্ভোগ সৃষ্টি হবে। বিশেষ করে ইতোমধ্যেই চিকিত্সা সরঞ্জাম খুবই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে এবং শারিরীক অবস্থার কারণে অনেক শরণার্থীকে সেখান থেকে সরিয়ে নেওয়া সম্ভব হবে না।

তিনি আরো বলেন, এই মানবিক পরিস্থিতির অবনতি চলতে দেওয়া উচিত নয়। ‘মানবতার নামে’ হামলা না করে শান্তি বাস্তবায়নে উদ্যোগ নিতেও ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে, গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে যে, এদিন রাফায় যুদ্ধ চালানোর অনুমোদন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মিসর সংলগ্ন এবং গাজা অঞ্চলের সবচেয়ে দক্ষিণে অবস্থিত রাফা দিয়ে আন্তর্জাতিক মানবিক সহায়তার ত্রাণ-সামগ্রী গাজা অঞ্চলে পাঠানো হয়।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)