‘চীনা আধুনিকীকরণকে অনুসরণ করা উচিত আফ্রিকার দেশগুলোর’
2024-03-17 19:04:20

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনা আধুনিকীকরণের প্রশংসা করে আফ্রিকান ইউনিয়ন কমিশনের সাবেক উপ-সভাপতি এরাস্টাস মওয়েঞ্চা বলেছেন, আফ্রিকার দেশগুলো এর থেকে অনুপ্রাণিত হতে পারে এবং একই পথ অনুসরণ করে তারাও নিজেদের অবস্থার উন্নয়ন করতে পারে।

সম্প্রতি চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে গত কয়েক দশকে চীন যে অভাবনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন অর্জন করেছে সে প্রসঙ্গে বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এরাস্টাস বলেন, ‘চীনের সবচেয়ে ভালো দিকটি হলো একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও বিশ্বের বাকি অংশের সঙ্গে চীন তাদের অর্জিত সমৃদ্ধি ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগসহ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, গ্লোবাল সিভিলাইজেশন উদ্যোগ সব ক্ষেত্রেই সমৃদ্ধি ভাগ করেছে চীন।

তিনি মনে করেন, চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং রাজনৈতিক স্থিতিশীলতা দেখে আফ্রিকার অনেক দেশ অনুপ্রেরণা পাবে।

শুভ/নাহার/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি