এখন চীনের কাছ থেকে শেখার সময়: জার্মান চেম্বারের নির্বাহী পরিচালক
2024-03-17 19:03:29


 

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: জার্মান ব্যবসায়ীদের কাছে চীন এখনও আকর্ষণীয়। অনেকেই এখন ভাবে, চীনে ব্যবসা করা মানেই ঝুঁকিতে থাকা নয়, এতে বিশ্ববাজারে পিছিয়েও থাকতে হবে না।

 

সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জার্মান চেম্বার অব কমার্সের নির্বাহী পরিচালক ও বোর্ড সদস্য ম্যাক্সিমিলিয়ান বুটেক। জার্মান শিল্প ও বাণিজ্য প্রতিনিধি দলের প্রধান বুটেক বলেন, চীনের উদ্ভাবনী পদ্ধতির সুযোগ নিয়ে জার্মান কম্পানিগুলো শুধু নিজেদের সম্ভাবনাটাই বাড়াবে না, বরং নিজেদের প্রতিযোগিতার ভেতরও ধরে রাখতে পারবে।

 

তিনি বলেন, একটা সময় চীন জার্মানির কাছ থেকে শিখেছিল। তবে এখন জার্মানির সময় হয়েছে চীনের কাছ থেকে শেখার।

 

তিনি মন্তব্য করেন, গত তিন বছরে চীনের উন্নয়ন চাক্ষুষ করেছে জার্মান ব্যবসায়ীরা। এ সময় অনেক নতুন পণ্যের উদ্ভাবন হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে,কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতি হয়েছে। বুটেক বলেন, এ উন্নয়নের অংশীদার না হতে পারলে তো বহির্বিশ্বে আমরা টিকবো না।

 

২০২৩-২৪ সালে চালানো ৫৬৬টি প্রতিষ্ঠানের আস্থা জরিপ প্রকাশ করেছে চীনে অবস্থিত জার্মান চেম্বার অব কমার্স। সেখানে ৯০ শতাংশের বেশি জার্মান প্রতিষ্ঠান জানিয়েছে তারা চীনা বাজারে নিজেদের ব্যবসা ধরে রাখতে চায়। ৪৫ শতাংশ বলেছে তারা পরবর্তী দুই বছরে চীনে তাদের বিনিয়োগ বাড়াতে চায়।

 

রাসেল/ফয়সল

তথ্য: চায়না ডেইলি