চলতি বছর চীনে গাড়ি রপ্তানি বেড়েছে
2024-03-17 16:18:36


মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: চলতি বছরের প্রথম দুই মাসে চীন ৮ লাখ ২২ হাজার গাড়ি রপ্তানি করেছে। গেল বছরের একই সময়ের তুলনায় যা ৩০ দশমিক ৫ শতাংশ বেশি। সম্প্রতি চীনের উৎপাদন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 


সংস্থাটি বলছে, এই সময়ের মধ্যে যাত্রীবাহী গাড়ি রপ্তানি ৬ লাখ ৮৬ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা সাড়ে ৩১ দশমিক শতাংশ বেশি। অন্যদিকে, এই সময়ের মধ্যে বাণিজ্যিক গাড়ি রপ্তানি ১ লাখ ৩৬ হাজার ইউনিটে দাঁড়িয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৯ শতাংশ বেশি। 


সংস্থাটির প্রতিবেদন বলছে, চীন এই সময়ের মধ্যে ১ লাখ ৮২ হাজার পরিবেশবান্ধব জ্বালানির গাড়ি রপ্তানি করেছে।


নাহার/ফয়সল 

তথ্য ও ছবি: সিনহুয়া