সিচুয়ানের আগুন নেভাতে কাজ করছে এক হাজার দমকলকর্মী
2024-03-17 16:21:40


মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের তিব্বত স্বায়ত্তশাসিত প্রিফেকচারের ইয়াচিয়াং কাউন্টির পাহাড়ি বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার দমকলকর্মী প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন।


শুক্রবার সন্ধ্যায় আগুন লাগার পর শনিবার বিকেলে ঝড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত উত্তর-পূর্ব দিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘন ধোঁয়ায় অঞ্চলটির সড়কগুলো ঢেকে যায়।


স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে জেলার বন বিভাগের ফায়ার ব্রিগেডের প্রায় ২০০ দমকলকর্মী এবং ৫৪০ জন স্থানীয় দমকলকর্মীকে জরুরিভাবে ডাকা হয়েছে।


শনিবার বিকেলে প্রাদেশিক ফায়ার ডিপার্টমেন্ট এবং তিনটি প্রিফেকচার-স্তরের ডিটাচমেন্ট থেকে আরও ৪১৫ জন দমকলকর্মীও অগ্নিনির্বাপণে যোগ দিয়েছেন। তবে এ আগুনে এখন পর্যন্ত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোনও ধরনের অবকাঠামো বা জরুরি সেবা যেমন- বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগেও বিঘ্ন ঘটেনি।


দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন বন সংরক্ষণ বাহিনীর পাঁচটি হেলিকপ্টার আগুন নেভাতে কাজ করছে।


শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি