লঞ্চপ্যাডে গেল ছুয়েছিয়াও-২ স্যাটেলাইট
2024-03-17 16:23:40


মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: লং মার্চ-৮ রকেটে করে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের ওয়েনচাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রে স্থাপন করা হয়েছে চীনের ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইট। রোববার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) জানিয়েছে এ তথ্য।


গত ফেব্রুয়ারিতে ছুয়েছিয়াও-২ রিলে স্যাটেলাইট এবং লং মার্চ-৮ ওয়াই-৩ ক্যারিয়ার রকেট উৎক্ষেপণস্থলে পৌঁছায়। এরপর এগুলোকে ব্যাপক পরীক্ষা-নিরীক্ষার মধ্যে যেতে হয়।


রকেটের কার্যকারিতা, বিভিন্ন জয়েন্ট এবং প্রোপেল্যান্ট ফিলিং পরীক্ষা শেষ হওয়ার পরই উৎক্ষেপণ মিশন সম্পন্ন হবে বলে জানায় সিএনএসএ।


রিলে স্যাটেলাইটটি হবে ছুয়েছিয়াও স্যাটেলাইটের একটি উন্নত সংস্করণ। চীনের চন্দ্রযানের সঙ্গে ভূ-কেন্দ্রের যোগাযোগ স্থাপন করবে এটি। চীনের ছাং-ই-৬, ছাং-ই-৭ ও ছাং-ই-৮ মিশনে তথ্য আদান-প্রদানের কাজ করবে এটি।


লং মার্চ-৮ ক্যারিয়ার রকেটে ব্যবহার করা হবে পরিবেশবান্ধব তরল জ্বালানি। চীনের নতুন প্রজন্মের মাঝারি-উত্তোলন রকেট এটি, যা কক্ষপথে ৩-৫ টন ওজনের মহাকাশযান পাঠাতে পারবে।


ফয়সল/নাহার

তথ্য ও ভিডিও: সিসিটিভি