কলম্বিয়ার লেভা জ্যোতির্বিদ্যা উৎসবে সম্মানিত অতিথি দেশ চীন
2024-03-17 17:52:00

মার্চ ১৭: কলম্বিয়ার বার্ষিক লেভা জ্যোতির্বিদ্যা উত্সব সম্প্রতি শুরু হয়েছে। চীন প্রথমবারের মত এ উত্সবে সম্মানিত অতিথি দেশ হিসেবে অংশগ্রহণ করেছে।

উত্সবটির উদ্বোধনী অনুষ্ঠানে লেভা শহরের মেয়র ডিপ স্পেস এক্সপ্লোরেশন ল্যাবরেটরি, বেইজিং প্ল্যানেটোরিয়াম ও বেইহাং ইউনিভার্সিটির বিশেষজ্ঞদেরকে স্বাগত জানান। মেয়র বলেন, চীনকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি বিশ্বাস করেন, চীনের সঙ্গে সহযোগিতা চালিয়ে লেভা শহরে জ্যোতির্বিজ্ঞানী ও উত্সাহীদের জন্য  বৈজ্ঞানিক কার্যক্রম পরিচালনার আরও ভাল পরিস্থিতি তৈরি করা যাবে। এ ছাড়াও এতে স্থানীয় বৈজ্ঞানিক পর্যটন শিল্প আরও পুনরুজ্জীবিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ায় চীনা রাষ্ট্রদূত চু জিং ইয়াং বলেন, চীন আন্তর্জাতিক মহাকাশ যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। কলম্বিয়া ও অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলোর সঙ্গে মহাকাশ যোগাযোগ ও সহযোগিতা চালাতেও চীন ইচ্ছুক বলে জানান রাষ্ট্রদূত।

উল্লেখ্য, এবারের কলম্বিয়ার লেভা জ্যোতির্বিদ্যা উত্সব ১৫ মার্চ শুরু হয়ে ১৭ মার্চ পর্যন্ত চলছে। এতে দর্শকরা মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞানের বক্তৃতায় অংশ নেন।

(ছাই/হাশিম)