চীনের শুয়েলং-২ আইসব্রেকার জাহাজ আগামী মাসে হংকং যাবে
2024-03-17 17:50:03

মার্চ ১৭: চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরী মেরুতে বৈজ্ঞানিক গবেষণা আইসব্রেকার জাহাজ ‘শুয়েলং-২’ আগামী ৮ এপ্রিলে হংকংয়ে পৌঁছে পাঁচ দিনের পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। আয়োজক কমিটি গতকাল (শনিবার) হংকংয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

আয়োজক কমিটি’র নির্বাহী কমিশনের চেয়ারম্যান হ্যে চিয়ান চং বলেন, চীন সরকার এবারের পরিদর্শনের ওপর গুরুত্বারাপ করেছে। চীনের ৪০তম অ্যান্টার্কটিক অভিযানের নেতা ও প্রধান বিজ্ঞানী চাং বেই ছেন এবং ‘শুয়েলং-২’-এর ক্যাপ্টেন সিয়াও চি মিন ছাড়াও দেশের আরো বেশ কয়েকজন শীর্ষস্থানীয় মেরু বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবারের পরিদর্শনে অংশগ্রহণ করবেন। ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত জনসাধারণের বোর্ডিং ট্যুর উন্মুক্ত থাকবে। এ ছাড়াও বিভিন্ন ধারাবাহিক কার্যকলাপ আয়োজিত হবে।

উল্লেখ্য, বর্তমান চীনের ৪০তম অ্যান্টার্কটিক অভিযান মিশনের দলটি অ্যান্টার্কটিক ছিনলিং স্টেশন থেকে চীনে ফিরে যাচ্ছে। (ছাই/হাশিম)