নারীর ক্ষমতায়নে জাতিসংঘের প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে চীন
2024-03-17 16:16:47

 

মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: নারী ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নের লক্ষ্যে নেওয়া জাতিসংঘের সকল পদক্ষেপে চীনের পূর্ণ সমর্থন আছে। চীনের শিশু ও নারী বিষয়ক মন্ত্রী এবং এ বিষয়ক জাতীয় কার্যনির্বাহী কমিটির উপপ্রধান হুয়াং সিয়াওয়েই এ কথা বলেছেন। সম্প্রতি নারীদের অবস্থান বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘সংঘাত প্রতিরোধকরণ- নারী ও তরুণ প্রজন্মসহ সকল পক্ষের ক্ষমতায়ন” সম্পর্কিত সভায় হুয়াং এ কথা বলেন।

 

তিনি বলেন, বিশ্বের এই অস্থিতিশীল সময়ে নারী ও তরুণ প্রজন্মকে সমর্থন করা জরুরি। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে তারা যেন আরও ভালোভাবে সামলে নিতে পারে সে ব্যাপারে তাদের সহযোগিতা করা এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠার বিকল্প নেই বলেও তিনি জানান।

 

এ ছাড়া হুয়াং নারী ও তরুণ প্রজন্মের অর্থনৈতিক স্বাবলম্বিতা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতে গুরত্বারোপ করেন। তিনি বলেন, তাদের শিক্ষা, কর্মসংস্থানই পারে একটি স্থিতিশীল উন্নয়ন ও দীর্ঘস্থায়ী শান্তি ফিরিয়ে আনতে। চীন সবসময় নারী ও তরুণদের ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে চলেছে উল্লেখ করে হুয়াং বলেন, চীন ৪ কোটি ৪০ লাখেরও বেশি গ্রামীণ নারীকে চরম দারিদ্র‍্যের হাত থেকে উদ্ধার করেছে।

 

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশটির কর্মীবাহিনীর ৪০ শতাংশেরও বেশি নারী। এদের মধ্যে প্রায় ৪৫.৮ শতাংশ নারী প্রযুক্তিগত কাজে জড়িত এবং এক তৃতীয়াংশ নারী ডিজিটাল বাণিজ্য, ই-কমার্স, সম্প্রচারমূলক বিভিন্ন উদ্ভাবনী ব্যাবসায়িক মডেল নিয়ে কাজ করছে।

 

তরুণ প্রজন্মকে নিয়ে চীনের সুদূরপ্রসারী পরিকল্পনার কথাও তুলে ধরেন হুয়াং। এ বিষয়ে চীন সরকারের পক্ষ থেকে নেওয়া ২৪০টিরও বেশি নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, চীনে ১৮৭টিরও বেশি নগরীকে যুব-নির্ভর উন্নয়নে সংশ্লিষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি গ্রামীণ উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ে নেতৃত্বদানে তরুণরা এগিয়ে আসছে।

 

জাতিসংঘের নিউইয়র্কের সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থান বিষয়ক ৬৮তম অধিবেশনটি শেষ হবে আগামী ২২ মার্চ।

 

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিজিটিএন