প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে ২ বিলিয়ন ইউরো বরাদ্দ করবে ইইউ
2024-03-17 19:13:41

মার্চ ১৭: ইউরোপীয় কমিশন গত শুক্রবার ঘোষণা করেছে যে  ইউরোপের প্রতিরক্ষা প্রযুক্তি ও শিল্প ভিত্তি শক্তিশালী করতে তারা প্রায় ২ বিলিয়ন ইউরো বরাদ্দ করবে।

ইউরোপীয় কমিশন একই দিনে জারি করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে যে, বরাদ্দের মধ্যে “সহায়ক গোলাবারুদ উত্পাদন আইন” অনুসারে আর্টিলারি শেলগুলোর বার্ষিক উত্পাদন বাড়ানোর জন্য ৫০০ মিলিয়ন ইউরো ব্যয় করা এবং ইউরোপীয় আর্টিলারি উন্নয়ন শিল্পকে সমর্থন করার জন্য ৩১টি প্রকল্প নির্বাচন করা এর মধ্যে অন্তর্ভুক্ত। শেল উত্পাদন এবং যুদ্ধের প্রস্তুতি, বারুদ এবং বিস্ফোরকগুলোর বার্ষিক উত্পাদন ক্ষমতাকে বাড়ানোর উপর দৃষ্টি নিবদ্ধ করে।

শুক্রবার ঘোষিত বরাদ্দের মধ্যে রয়েছে ৩১০ মিলিয়ন ইউরোর একটি কর্মপরিকল্পনা। যার লক্ষ্য হল সদস্য রাষ্ট্রগুলোর যৌথভাবে প্রতিরক্ষা পণ্য ক্রয় করার ক্ষমতাকে উদ্দীপিত করা। তাছাড়া ১.১ বিলিয়ন ইউরো চতুর্থ বর্ষের "ইউরোপীয় প্রতিরক্ষা তহবিল" প্রকল্প রয়েছে, যার লক্ষ্য হল ইইউ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন প্রকল্পের উন্নয়ন করা।

এই মাসের শুরুর দিকে, ইউরোপীয় কমিশন ইইউ’র প্রথম ‘ইউরোপীয় প্রতিরক্ষা শিল্প কৌশল’ প্রকাশ করেছে, যা ইইউ’র প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা জোরদার করার জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির রূপরেখা দিয়েছে। কৌশলগত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: ২০৩০ সালের মধ্যে ইইউ প্রতিরক্ষা বাজারের অন্তত ৩৫% আন্তঃ-ইউরোপীয় প্রতিরক্ষা বাণিজ্য নিশ্চিত করা; ইউরোপীয় প্রতিরক্ষা ক্রয় স্থানীয়করণ প্রক্রিয়াকে স্থিরভাবে অগ্রসর করা। ২০৩০ সালের মধ্যে, প্রতিরক্ষা ক্রয়ের অনুপাত কমপক্ষে আন্তঃ-ইইউ প্রতিরক্ষা ক্রয় বাজেটের ৫০% এ পৌঁছাবে এবং  তা ২০৩৫ সালে ৬০% হবে।

(স্বর্ণা/হাশিম/ছাই)