চীনে আগুন নেভাতে ড্রোনের মহড়া
2024-03-17 16:22:46


মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক: সিচুয়ানের আগুন নিয়ন্ত্রণে অত্যাধুনিক অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন চীনের দমকলকর্মীরা। উঁচু-নিচু ও দুর্গম অঞ্চলে চীনের অগ্নিনির্বাপণ বাহিনী ব্যবহার করছেন ড্রোনসহ আরও কিছু যন্ত্র।


এদিকে, কিছুদিন আগেই ছেংতুতে দমকলকর্মীদের একটি মহড়ায় প্রথমবারের মতো আগুন নেভাতে ড্রোনের ব্যবহার দেখা গিয়েছিল। ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ-চুম্বকীয় রিমোট ফায়ারফাইটিং কামান এবং বহনযোগ্য অগ্নিনির্বাপক কামান।


মহড়ায় দেখা গেছে, অগ্নিনির্বাপক ড্রোনগুলো দ্রুত আগুনের উৎস বের করে সেখানে পানি ছিটাচ্ছে। এগুলো সর্বোচ্চ ৫০০ মিটার উঁচুতে টানা ৪৫ মিনিট উড়তে পারে বলে জানান মহড়ায় অংশ নেওয়া কর্মীরা। এ ধরনের একটি ড্রোন ২৫ কেজি পর্যন্ত পানি বহন করতে পারে। 


সিচুয়ান ফরেস্ট ফায়ার ব্রিগেডের ক্যাপ্টেন কাও চিয়ং বলেছেন, এমন একটি ড্রোন ১০০ বর্গমিটার জুড়ে আগুন নেভানোর কাজ করতে পারে। অন্যদিকে ইলেক্ট্রোম্যাগনেটিক রিমোট কন্ট্রোলার চালিত অগ্নিনির্বাপক কামানটির সীমা ৭০০ মিটার। 


বহনযোগ্য অগ্নিনির্বাপক কামানগুলো মাঝারি থেকে দীর্ঘ দূরত্বে খাড়া পাহাড়ের আগুন নেভাতেও কার্যকর বলে জানান কর্মীরা।


ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি