মরুকরণ রোধে ১৯ হাজার হেক্টর জমিতে বনায়ন করবে কানসু
2024-03-17 16:20:37


মার্চ ১৭, সিএমজি বাংলা ডেস্ক : বসন্ত আসার সঙ্গে সঙ্গে, উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশের মরুভূমির একটি বিশাল অংশজুড়ে চলছে সবুজায়নের কাজ। এখানকার হসি করিডোরকে বনায়নের মাধ্যমে করা হচ্ছে সুরক্ষিত। এই করিডোর মূলত গোবি ও ছিলিয়ান পর্বতমালার মধ্যে একটি সরু ভূমি, যা প্রায়ই বালি ও ধুলোর কবলে পড়ে। 


সম্প্রতি উওয়েই শহরের ১১৮টি ইউনিটের মোট ৬ হাজার ৮১৭জন কর্মকর্তা ও কর্মচারী, করিডোরের পূর্ব প্রান্তে অবস্থিত টেঙ্গার মরুভূমির কেন্দ্রস্থলে মরুভূমি নিয়ন্ত্রণ কার্যকলাপে যোগ দেন। 


তাদের মধ্যে লান ইয়িনইয়িন নামে এক স্বেচ্ছাসেবী জানান, তারা মরুভূমিতে বালির উড়ে আসা রোধ করতে ধান ও গমের খড় ব্যবহার করেন। 


স্থানীয় সরকারের মতে, প্রদেশটি এই বছর প্রায় ১৭ হাজার ৩শ’ হেক্টর বনভূমিতে বৃক্ষরোপণ করবে এবং ১৯ হাজার হেক্টর মরুভূমিকে ফসলি জমিতে রূপান্তর করবে। 


ঐশী/ফয়সল 

তথ্য ও ছবি : সিসিটিভি