‘মার্কিন গণতন্ত্র’ হয়ে উঠেছে ‘অসুস্থ গণতন্ত্র’: সিজিটিএন জরিপ
2024-03-16 19:19:05

মার্চ ১৬: যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গণতন্ত্রের শীর্ষ রাষ্ট্র হিসেবে নিজেকে নিয়ে গর্ব করে করে। তবে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সিসিটিএম ও চায়না রেনমিন বিশ্ববিদ্যালয় নতুন যুগ আন্তর্জাতিক  যোগাযোগ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বিশ্বজুড়ে পরিচালিত মতামত জরিপে দেখা গেছে ৭১.১ শতাংশ উত্তরদাতা মনে করেন, মার্কিন রাজনৈতিক ব্যবস্থায় গুরুতর ত্রুটি রয়েছে। ৭০.৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্র অন্য দেশের অনুসরণ করার জন্য একটি ‘মডেল গণতন্ত্র’ নয়।

মার্কিন গণতন্ত্র ক্রমশ অর্থের হাতিয়ার হয়ে উঠছে। গণতন্ত্রের মূল জনগণের অধিকার। তবে নিজেকে ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ বলে পরিচিত যুক্তরাষ্ট্র অল্প সংখ্যক ধনী মানুষকে আরো বেশি অধিকার দেয়। জরিপে বলা হয়, ৮০.২ শতাংশ উত্তরদাতা মনে করেন, নির্বাচনী ব্যবস্থা হল মার্কিন গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। তবে ৭২.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, জনগণের ইচ্ছা শুধুমাত্র নির্বাচনের সময় উল্লেখ করা হয় এবং নির্বাচনের পরে রাজনীতিবিদরা ধীরে ধীরে ভুলে যায়।

মার্কিন গণতন্ত্র ধীরে ধীরে গণতন্ত্রের ধারণা থেকে দূরে সরে যাচ্ছে। পরিসংখ্যান বলা হয়, ২৪.৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের চেয়ে সহযোগিতা বেশি। ৮৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, দ্বিদলীয় অবস্থা মার্কিন সমাজে বিভাজন বাড়িয়ে তোলে। ৮৪.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, দুই পক্ষের মধ্যে বিরোধ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার গুরুতর ত্রুটিগুলোকে আরও প্রসারিত করেছে।

৮২.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রে দুই পক্ষের মধ্যে বিরোধ মার্কিন বিচার ব্যবস্থাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। ৭৯.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, দলীয় কোন্দল যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা এবং আইন ব্যবস্থার মধ্যে পার্থক্য ও দ্বন্দ্বকে আরও গভীর করেছে।

জরিপে বলা হয়, ৭৭.৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, মার্কিন সমাজে ধনী ও দরিদ্রের ব্যবধান ক্রমাগত বিস্তৃত হচ্ছে। ৮৫.৬ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা বন্দুক-সহিংসতা ও অপরাধের সমস্যা নির্মূল করতে অক্ষম। ৭৪.৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুক্তরাষ্ট্রে মাদকের মহামারী পরিস্থিতি তৈরি হচ্ছে। ৭৭.১ শতাংশ উত্তরদাতা মনে করেন যে যুক্তরাষ্ট্রে পদ্ধতিগত জাতিগত বৈষম্য বিদ্যমান আছে।

জানা গেছে, বিশ্বের ৩২টি দেশের ৩৯ হাজার ৩১৫ জন উত্তরদাতা এবারের মতামত জরিপে অংশগ্রহণ করেন। এতে ‘ইমপ্রেশন অফ আমেরিকা’ জরিপসহ ৩টি বিশ্বব্যাপী জনমত জরিপ অন্তর্ভুক্ত হয়।

 (ছাই/হাশিম)