নিরাপত্তা পরিষদের প্রস্তাবে আফগানিস্তানের অগ্রগতি প্রতিফলিত না হওয়া দুঃখজনক: কেং শুয়াং
2024-03-16 17:46:46

মার্চ ১৬: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা-মিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়ে বক্তব্য দিয়েছেন। ওই প্রস্তাবে আফগানিস্তানের সর্বশেষ অগ্রগতি প্রতিফলিত না হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি।

কেং শুয়াং বলেন, এই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে চীন। এটি মূলত জাতিসংঘের কর্মকাণ্ডে চীনের সমর্থনের সঙ্গে জড়িত। বিদেশী বাহিনী প্রত্যাহারের পর আড়াই বছরে আফগানিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি সার্বিকভাবে স্থিতিশীল, অর্থনীতি ও জীবিকার উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার অব্যাহত সম্প্রসারণ হয়েছে বলে মনে করেন তিনি। তবে একইসঙ্গে, মানবিক পরিস্থিতি, অর্থনৈতিক উন্নয়ন এবং সন্ত্রাসী হুমকিসহ বিভিন্ন ক্ষেত্রে আরও কঠোর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে দেশটি। এ জন্য আন্তর্জাতিক সমাজের আফগান অস্থায়ী সরকারের সঙ্গে যোগাযোগ জোরদার করা উচিত বলে মনে করেন তিনি।

কেং শুয়াং বলেন, বিগত আড়াই বছরে আফগান পরিস্থিতির কোনো অগ্রগতি হয়নি, এমন কথা বলা হয়েছে প্রস্তাবে। এটি স্পষ্টভাবে বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন চীনা প্রতিনিধি।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)