‘সুন্দর চীন’ গড়ে তুলতে পরিবেশ পর্যবেক্ষণ বৃদ্ধি
2024-03-16 17:29:21

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ‘সুন্দর চীন’ গড়ে তোলার পাশাপাশি একটি আধুনিক প্রতিবেশগত পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রকাশ করেছে চীন। দেশটির প্রতিবেশ ও পরিবেশ মন্ত্রণালয় শুক্রবার এ কর্মপরিকল্পনা প্রকাশ করে।

কর্মপরিকল্পনায় ‘সুন্দর চীন’ পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য সূচক নির্ধারণ করা হয়েছে এবং এর জন্য বিভিন্ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। বর্তমানে সুন্দর পরিবেশের জন্য তিনটি পর্যবেক্ষণ সূচক প্রস্তাব করা হয়েছে। এগুলো হলো- স্বাস্থ্যকর বাস্তুসংস্থান, সুন্দর পরিবেশ এবং স্বল্প-কার্বন মাত্রা।

মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিবেশ ও পরিবেশ পর্যবেক্ষণ বিভাগের পরিচালক চিয়াং হুওহুয়া বলেন, ‘স্বাস্থ্যকর বাস্তুসংস্থান বলতে বোঝায় জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হয়েছে কিনা, বাস্তুসংস্থান আরও স্থিতিশীল এবং টেকসই হয়েছে কি-না। সুন্দর পরিবেশ বলতে বোঝায় নীল আকাশ, পরিষ্কার স্বচ্ছ পানি এবং সবুজ মাঠ। পাশাপাশি স্বল্প কার্বন নিঃসরণ। এসব পর্যবেক্ষণের তথ্য আপনাকে জানাবে সুন্দর চীন কীভাবে অর্জিত হয়েছে।”

২০২৫ সালের মধ্যে ১ লাখেরও বেশি পরিবেশ পর্যবেক্ষণ স্টেশন স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই স্টেশনগুলো বায়ু, পানি, মাটি এবং শব্দের গুণমান পর্যবেক্ষণ করবে।

বর্তমানে চীনে সরাসরি পরিবেশ পর্যবেক্ষণকারী ৩৩ হাজার কেন্দ্র রয়েছে। উপগ্রহ, মানববিহীন আকাশযান, পর্যবেক্ষণকারী জাহাজ এবং স্থল-ভিত্তিক জরিপ যানবাহন চীনের পরিবেশ পর্যবেক্ষণ করছে।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি