বাকস্বাধীনতাকে ইসলাম বিদ্বেষের ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়: চীনা প্রতিনিধি
2024-03-16 17:27:23

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: মতপ্রকাশের স্বাধীনতাকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের ঢাল হিসেবে ব্যবহার করা উচিত নয়। শুক্রবার আন্তর্জাতিক ইসলামবিদ্বেষ প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ কথা বলেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই বিং।

তাই বলেন, সব দেশকেই মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা মোকাবেলা, ধর্ম বা বিশ্বাসের ওপর ভিত্তি করে ঘৃণার উস্কানিকে নিষিদ্ধ করার জন্য জিরো-টলারেন্স নীতি গ্রহণ করার আহ্বান জানায় চীন।

উপপ্রতিনিধি আরও বলেন, চীন বিভিন্ন সভ্যতা ও ধর্মের মধ্যে কথোপকথন এবং বিনিময় জোরদার করার পক্ষে। নির্দিষ্ট সভ্যতা ও ধর্মের বিরুদ্ধে বৈষম্য এবং সে ধর্ম সম্পর্কে কুসংস্কার প্রত্যাখ্যান করে, তথাকথিত সভ্যতার সংঘাত এবং নির্দিষ্ট কিছু সভ্যতার শ্রেষ্ঠত্ব সম্পর্কে ভ্রান্ত যুক্তির চীন বিরোধিতা করে বলেও জানান তিনি।

তাই বিং আরও বলেন, সমতা, পারস্পরিক শিক্ষা, কথোপকথন ও সভ্যতার মধ্যে অন্তর্ভুক্তি সমর্থন করে তার দেশ।

তিনি যোগ করেন, এ কাজে রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকে তাদের যথাযথ আইনি, নৈতিক দায়িত্ব পালন করতে হবে।

তাই উল্লেখ করেন, চীনা ও ইসলামিক সভ্যতা উভয়ই মানবতার জন্য অমূল্য এবং উভয়ই মানুষের অগ্রগতি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

তিনি বলেন, “প্রাচীন সিল্ক রোড থেকে শুরু করে আজকের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ পর্যন্ত, চীন ও মুসলিম দেশগুলোর মধ্যে বন্ধুত্ব সময়ের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে।

তবে এই সহযোগিতা শুধু দুদিকের সাংস্কৃতিক সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নকে জোরালোভাবেই এগিয়ে নেয়নি বরং বিভিন্ন সভ্যতা ও দেশগুলোর মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার মূল্যবান অভিজ্ঞতাও প্রদান করেছে।

ফয়সল/রহমান

তথ্য ও ফাইল ছবি: সিজিটিএন