চীনে এক্সপ্রেস ডেলিভারির শীর্ষে সিনচিয়াং
2024-03-16 17:28:21

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের এক্সপ্রেস ডেলিভারির পরিমাণ এবং এ সংক্রান্ত ব্যবসায়িক রাজস্ব বৃদ্ধিতে গত বছর চীনে প্রথম স্থানে ছিল সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। প্রদেশের পোস্ট ব্যুরোর বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে সিনচিয়াং ডেইলি।

গত বছর এই অঞ্চলে এক্সপ্রেস ডেলিভারির পরিমাণ ছিল ৩০ কোটি ৫০ লাখ আইটেম। যা আগের বছরের চেয়ে প্রায় ৮৮ শতাংশ বেশি। একইভাবে এ সম্পর্কিত ব্যবসায়িক আয় ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২০ কোটি ইউয়ানে।

সিনচিয়াংয়ের উত্তরে অবস্থিত কারামায় শহরে গত বছর প্রথমবারের মতো ১০ কোটি ইউয়ানের বেশি মূল্যের পণ্য এক্সপ্রেস ডেলিভারিতে সম্পন্ন হয়েছে।

কারামায়ের ডাক প্রশাসনের শিল্প ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ছেন লিবো জানালেন, গত বছর শহরটি গ্রামীণ এলাকায় পোস্টাল এবং পরিবহন নেটওয়ার্কগুলোকে ব্যাপকভাবে একীভূত করে এবং গ্রামগুলিতে এক্সপ্রেস ডেলিভারির গুণমান এবং দক্ষতা উন্নত করে। এতে করে ডেলিভারি পরিষেবায় উদ্ভাবনী বিকাশ ত্বরান্বিত হয়েছে।

সিনচিয়াং থেকে তাজা ফল, গরুর মাংস, মাটন ও পনির, এসবই মূলত এই অঞ্চলের এক্সপ্রেস ডেলিভারিতে এনে দিয়েছে অভূতপূর্ব উন্নয়ন। এগুলোর হাত ধরেই সিনচিয়াংয়ের ই-কমার্সের প্রবৃদ্ধি বেড়েছিল গতবছর ২৩ দশমিক ৭ শতাংশ।

এ অঞ্চল থেকে কৃষি ও প্রাণীজ পণ্য পরিবহনে সহায়তার জন্য আছে ৫৬টি অভ্যন্তরীণ বিতরণ গুদাম। সেই সঙ্গে কাজ করছে তিনটি নির্দিষ্ট ফ্লাইট।

ফয়সল/রহমান

তথ্য ও ছবি: সিজিটিএন