চীনের গল্প জানাতে বিশ্বব্যাপী ইভেন্ট চালু সিএমজির
2024-03-16 17:31:26

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) চীন সম্পর্কে গল্প শেয়ার করার জন্য বিশ্বব্যাপী অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে একটি ইভেন্ট চালু করেছে। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনকে ঘিরে শুক্রবার এ আহ্বান জানানো হয়।

‘রিটেন ইন দ্য স্কাই: মাই চায়না স্টোরি’ শিরোনামের ইভেন্টটি বিশ্বব্যাপী চীনের বিভিন্ন পটভূমি এবং অভিজ্ঞতার আকর্ষণীয় গল্প, স্মৃতি ও অনুপ্রেরণামূলক মুহূর্তগুলো বলার আমন্ত্রণ জানানো হয়েছে এতে।

অংশগ্রহণকারীরা তাদের নিবন্ধ, ফটোগ্রাফ, ভিডিও বা অন্য সৃজনশীল পোস্টারসহ বিভিন্ন ফরম্যাটে গল্প জমা দিতে পারবেন। নির্বাচিত কাজগুলো সিএমজি’র একটি টিভি শোতে দেখানো হবে। বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে চীনের স্থায়ী সেতুবন্ধন উদযাপন করতেই বিশ্বব্যাপী এ সংলাপের আয়োজন করা হবে।

এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত সৃজনশীল কাজগুলো জমা দেওয়া যাবে। যোগাযোগ: cctv4zgylc@163.com

 

ফয়সল/রহমান

 

তথ্য ও ছবি: সিসিটিভি