মানবাধিকার কাউন্সিলে চীনের অবস্থান ব্যাখ্যা করলেন চীনা রাষ্ট্রদূত
2024-03-16 18:38:23

মার্চ ১৬: জাতিসংঘের জেনেভা কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি চেন সুই গতকাল (শুক্রবার) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে বক্তৃতা করেছেন এবং মানবাধিকারের উন্নয়নে চীনের অবস্থান ও অর্জন তুলে ধরেছেন।

                                               

চেন সুই বলেছেন যে, চীন সর্বদা বিশ্বব্যাপী মানবাধিকার উন্নয়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, আন্তর্জাতিক মানবাধিকার সংলাপ ও সহযোগিতার প্রচার করেছে, সর্বদা সমান মনোযোগ ও সব ধরণের মানবাধিকারের সুষম প্রচারের পক্ষে এবং অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বাস্তবায়নকে ত্বরান্বিত করেছে।

মানবাধিকার কাউন্সিলের শেষ অধিবেশনে, চীন এবং অন্য ৮০টি দেশের প্রস্তাবিত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে জানিয়ে তিনি আশা করেন, প্রস্তাবগুলো কার্যকরভাবে বাস্তবায়িত হবে এবং টেকসই উন্নয়ন এগিয়ে নিতে অবদান রাখতে পারে।

চেন সুই উল্লেখ করেন যে শান্তি, উন্নয়ন এবং মানবাধিকার এ তিনটি স্তম্ভ পরস্পরের পরিপূরক এবং অপরিহার্য। আশা করা যায় যে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা সহযোগিতা জোরদার করবে, জাতিসংঘ মানবাধিকার সংস্থা ন্যায্য এবং নিরপেক্ষভাবে তার কাজ করবে এবং সকল পক্ষের মধ্যে গঠনমূলক বিনিময় ও সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে।

চেন সুই বলেন, চীন সরকার সবসময়ই জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলে এবং মানবাধিকার উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। চীন সফলভাবে চরম দারিদ্র্য সমস্যার সমাধান করেছে। গত বছরে, দারিদ্র্যপীড়িত এলাকার গ্রামীণ বাসিন্দাদের আয় ৮.৪% বৃদ্ধি পেয়েছে। চীন পূর্ণ-প্রক্রিয়া গণতন্ত্রের বিকাশ অব্যাহত রেখেছে এবং জনগণ আইন অনুসারে বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় বিষয়গুলো পরিচালনা করে।

চীন আইন প্রণয়ন, আইন প্রয়োগ, আইনসম্মতভাবে বিচার এবং আইন মেনে চলার সমস্ত দিক থেকে মানবাধিকারকে সম্মান ও রক্ষা করবে জানিয়ে চেন সুই বলেন, চীন আইন অনুযায়ী তার নাগরিকদের ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা রক্ষা করে এবং সকল ধর্ম সম্প্রীতির সাথে বসবাস করে। চীন বয়স্ক, প্রতিবন্ধী, শিশু, নারী ইত্যাদি জনগোষ্ঠীর অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেয়, বাধ্যতামূলক শিক্ষা, মৌলিক পেনশন, মৌলিক চিকিত্সা সেবা ইত্যাদির জন্য সরকারী ভর্তুকি বৃদ্ধি অব্যাহত রেখেছে এবং সহায়তা ও নিরাপত্তার সুযোগ প্রসারিত করেছে বলেও জানান তিনি। চীন পুরানো শহুরে আবাসিক এলার সংস্কার এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করেছে, যা থেকে লাখ লাখ পরিবার উপকৃত হয়েছে। চীন "সবার জন্য মানবাধিকার উপভোগ" এর উচ্চ লক্ষ্য অর্জনের জন্য অবিরাম প্রচেষ্টা চালাতে সব পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক বলেও জানান চেন সুই।

(স্বর্ণা/হাশিম/ছাই)