রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাঘাত ঘটাতে ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে হামলা চালায়: ভ্লাদিমির পুতিন
2024-03-16 17:00:45

মার্চ ১৬: ইউক্রেনের সেনাবাহিনী সাম্প্রতিক দিনগুলোতে বহুবার রাশিয়ার ভূখণ্ডে হামলার চেষ্টা করেছে, তবে সফল হয়নি। এ সব হামলার মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ব্যাহত করার চেষ্টা করেছে দেশটি। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে গতকাল (শুক্রবার) একটি ভিডিও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাতিমির পুতিন এ কথা বলেন।

পুতিন বলেন, ১২ মার্চ থেকে ইউক্রেন প্রধানত বিশেষ বাহিনী, বিদেশী ভাড়াটে ও ইউক্রেনীয় সেনাবাহিনী সমর্থিত সৈন্যদের দিয়ে অনেকবার রাশিয়ার ভূখণ্ডে প্রবেশের জন্য নাশকতা ও সন্ত্রাসী হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী এই উদ্দেশ্যে আড়াই হাজারের বেশি সৈন্য, ৩৫টি ট্যাঙ্ক এবং ৪০টি সাঁজোয়া যান ব্যবহার করে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

(ছাই/হাশিম)