খিনমেন দ্বীপে টহল বাড়ালো কোস্টগার্ড
2024-03-16 17:24:02

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: খিনমেন দ্বীপের জলসীমায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য একটি টহল দল পাঠিয়েছে পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলরক্ষী বাহিনী। শুক্রবার এ দলটি পাঠানো হয়।

দ্বীপে টহল কর্মী বাড়ানোর পাশাপাশি টহল অঞ্চলের পরিধি বাড়ানো এবং এ অঞ্চলের জেলেদের নিরাপদে মাছ ধরা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপও নিয়েছে ফুচিয়ান কোস্টগার্ড ব্যুরো।

ব্যুরোর এক কোস্টগার্ড কর্মকর্তা ফু হাইচুন বলেন, ‘আমরা সক্রিয়ভাবে আমাদের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি। সামগ্রিক পরিকল্পনা,  সমন্বিত ব্যবস্থাপনা এবং আমাদের আওতাধীন জলসীমার প্রতিটি কোণায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছি।’

চীনের কোস্টগার্ড জানিয়েছে, তারা চীনের তাইওয়ানসহ চীনা জেলেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা এবং তাদের জীবনের নিরাপত্তার জন্য টহল জোরদার অব্যাহত রাখবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে একাধিক ঘটনা পরিপ্রেক্ষিতে দ্বীপটিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বৃদ্ধি করা হলো।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি