প্রকাশিত হচ্ছে সিপিসির আত্মসংস্কারের ওপর প্রেসিডেন্ট সি’র নিবন্ধ
2024-03-16 17:22:26

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: পার্টির আত্ম-সংস্কার এগিয়ে নিয়ে যাওয়া নিশ্চিত করতে প্রেসিডেন্ট সি চিনপিংয়ের একটি নিবন্ধ আজ শনিবার প্রকাশিত হবে। পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি’র নিবন্ধটি সিপিসি কেন্দ্রীয় কমিটির ফ্ল্যাগশিপ ম্যাগাজিন ছিউশি জার্নালের এই বছরের ষষ্ঠ সংখ্যায় প্রকাশিত হবে।

নিবন্ধে বলা হয়েছে, ২০তম সিপিসি জাতীয় কংগ্রেস দাবি করে, সিপিসির মতো একটি বৃহৎ দল যে বিশেষ চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয় তা মোকাবিলা করতে সমগ্র পার্টিকে সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে।

নিবন্ধে আরও উল্লেখ করা হয়েছে, একটি বৃহৎ জনসংখ্যার দেশের শাসক দল হিসেবে সিপিসি শুধু বড় কাজগুলো সম্পন্নই করে না, বড় সাফল্যগুলো তৈরির ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের মুখেও পড়ে।

নিবন্ধটিতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। যেগুলোর সমাধানের জন্য আরও প্রচেষ্টার প্রয়োজন বলেও জানানো হয়েছে। বিশেষ করে কীভাবে সর্বদা পার্টির মূল আকাঙ্ক্ষা এবং মিশনের প্রতি সৎ থাকা যায় এবং কীভাবে পুরো পার্টির চিন্তাভাবনা, ইচ্ছা ও কর্মকে একীভূত করা যায় সেসবও এতে উল্লেখ করা হয়েছে।

নিবন্ধে জোরদার নেতৃত্ব গঠনের ওপর জোর দেওয়া হয়েছে এবং দায়িত্ব পালনকে উৎসাহিত করার সঙ্গে কঠোর ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের সমন্বয়ের মাধ্যমে আরও উদ্দীপনা সংগ্রহের কথা বলা হয়েছে।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: সিজিটিএন