চীন দ্রুত স্থাপত্য ক্ষেত্রে শক্তি সঞ্চয় এবং কার্বন হ্রাস কর্মকাণ্ড এগিয়ে নেবে
2024-03-16 19:18:09

মার্চ ১৬: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন সূত্রে জানা গেছে, সম্প্রতি জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং আবাসন ও নগর-গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় ‘দ্রুত স্থাপত্য ক্ষেত্রের শক্তি সঞ্চয় এবং কার্বন হ্রাস সংক্রান্ত কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রস্তাব’ পাঠিয়েছে রাষ্ট্রীয় পরিষদে।

প্রস্তাবে স্পষ্টভাবে প্রধান লক্ষ্য চিহ্নিত করা হয়েছে যে, ২০২৫ সাল নাগাদ,  স্থাপত্য ক্ষেত্রের শক্তি সঞ্চয় এবং কার্বন হ্রাস ব্যবস্থা আরও সুসম্পূর্ণ হবে, শহর ও গ্রামীণ স্থাপত্যগুলোর নবায়নযোগ্য জ্বালানি সম্পদের প্রতিস্থাপন হার ৮ শতাংশ হবে। ২০২৭ সাল নাগাদ, স্থাপত্য ক্ষেত্রের শক্তি সঞ্চয় এবং কার্বন হ্রাস কর্মকাণ্ডে লক্ষ্যণীয় কার্যকারিতা অর্জিত হবে। (ওয়াং হাইমান/হাশিম/ছাই)