চীনের জাতীয় নতুন এলাকায় উচ্চ-মানের নির্মাণে কর্ম পরিকল্পনা প্রকাশিত
2024-03-16 19:05:49

মার্চ ১৬: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন গতকাল (শুক্রবার) "জাতীয় নতুন এলাকার উচ্চ-মানের নির্মাণে কর্ম পরিকল্পনা" প্রকাশ করেছে, যাতে নতুন জাতীয় এলাকাগুলোকে উচ্চ-মানের উন্নয়নের নেতৃস্থানীয় এলাকা, সংস্কার ও উন্মুক্ত করার জন্য নতুন উচ্চভূমি এবং শহুরে নির্মাণের জন্য নতুন মানদণ্ড হিসেবে নির্মাণ করা যায়।

জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট ব্যক্তির মতে, জাতীয় পর্যায়ের নতুন এলাকাগুলো হল, জাতীয় উন্নয়ন ও সংস্কার এবং কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের ব্যাপক কার্যকরী প্ল্যাটফর্ম। বর্তমানে চীনে ১৯টি নতুন এলাকা রয়েছে, যার মধ্যে সাংহাইয়ের ফুদং, হেবেই প্রদেশের শিয়োংআন, থিয়ানচিনের লিয়াংচিয়া, চেচিয়াং প্রদেশের চৌশান দ্বীপপুঞ্জ ইত্যাদি। ২০২৩ সালে, এই ১৯টি জাতীয়-স্তরের নতুন এলাকার  জিডিপি ৬.২ ট্রিলিয়ন ইউয়ান হয়েছে, যা জাতীয় জিডিপির ৫%।

কর্ম পরিকল্পনায় তিনটি দিক থেকে বেশ কয়েকটি মূল কাজকে স্পষ্ট করা হয়েছে।

নতুন এলাকার বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত এবং শিল্প প্রতিযোগিতার শক্তি বাড়ানোর ক্ষেত্র, এতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের উত্স ভূমিকা শক্তিশালী করা, উচ্চ-স্তরের আন্তঃআঞ্চলিক সহযোগিতামূলক উদ্ভাবনের প্রচার, নতুন এলাকার শত বিলিয়ন পর্যায়ের শিল্পের প্রতিযোগিতামূলক সুবিধাগুলো একত্রিত করা এবং নেতৃস্থানীয় শিল্প ও মূল শিল্পের বিন্যাস অপ্টিমাইজ করা, সুশৃঙ্খলভাবে বুদ্ধিমান উত্পাদনের প্রচার এবং ডিজিটাল রূপান্তর উন্নয়ন করা, কেন্দ্রীয়, পশ্চিম এবং উত্তর-পূর্ব অঞ্চলের নতুন এলাকার শিল্প উদ্যোগের লালন ও পরিচর্যার ক্ষমতা উন্নত করা, কেন্দ্রীয় উদ্যোগগুলোকে নতুন এলাকাগুলোর সাথে সহযোগিতা গভীর করতে উত্সাহিত করা।

কার্যকর চাহিদা সম্প্রসারণের ক্ষেত্রে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হবে। যার মধ্যে রয়েছে উচ্চ-স্তরের পরিকল্পনা এবং বড় প্রকল্পগুলির নির্মাণ, উন্নত পরিষেবাগুলোর নিয়মিত বাস্তবায়ন, উদ্ভাবনী উপায় বিনিয়োগ প্রকল্পগুলোকে সংযুক্ত করা, বিশেষ ভোগের সম্প্রসারণ এবং গুণমান উন্নয়ন, নতুন ভোগ্যপণ্য শিল্পের বিন্যাস, বন্দরগুলোর উন্মুক্ত মঞ্চের সুবিধাগুলো কাজে লাগানো, উদ্ভাবনশীল দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মডেল প্রসারিত করা, এবং বহিরাগত বিনিময়, সহযোগিতা ও প্রদর্শন চ্যানেলগুলো প্রসারিত করা ইত্যাদি।

নতুন এলাকায় মূল ক্ষেত্রগুলিতে সংস্কার গভীরতর করার ক্ষেত্রে সমর্থন দেওয়া। এর মধ্যে রয়েছে সার্বিক সংস্কারের পাইলট পরীক্ষার বাস্তবায়নকে দৃঢ়ভাবে অগ্রসর করা, নতুন এলাকাগুলোকে বৃহত্তর সংস্কার স্বায়ত্তশাসন ক্ষমতা প্রদান করা, প্রতিভা অন্বেষণের জন্য বিশেষ নীতি বাস্তবায়ন করা, নতুন ক্ষেত্রে ভূমি ব্যবহারের দক্ষতা উন্নত করা,  ক্রমবর্ধমান আর্থিক সহায়তা বাড়ানো, এবং শহুরে গুণগত সংস্কার এবং উদ্ভাবন ব্যবস্থা গভীরভাবে প্রচার করা ইত্যাদি।

(স্বর্ণা/হাশিম/ছাই)