পানি-সংরক্ষণে এগিয়েছে চীন
2024-03-16 17:21:35

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: গত এক দশকে চীন তার পানি সম্পদ ব্যবহারের দক্ষতা ও কার্যকারিতায় যথেষ্ট উন্নতি করেছে। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চীনের পানি সম্পদ বিভাগের উপমন্ত্রী লিউ ওয়েইপিং বলেন, এখন পর্যন্ত মোট ১৭৬৩টি পানি-সংরক্ষণে সচেষ্ট কাউন্টি গড়ে উঠেছে। এমন শহর আছে ১৪৫টি এবং পানি অপচয় রোধকারী শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে প্রায় ২১ হাজারটি।

তিনি আরও বলেন, ইয়েলো নদীর অববাহিকা, বেইজিং-থিয়ানচিন-হবেই অঞ্চল এবং ইয়াংজি নদী অর্থনৈতিক অঞ্চলে নির্দিষ্ট শিল্প উদ্যোগগুলো পরিকল্পিত পানি ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে সম্পূর্ণরূপে।

লিউ বলেন, ‘গত বছর নির্ধারিত শিল্প উদ্যোগগুলোর পানি পুনঃব্যবহারের হার ৯৩ শতাংশ ছাড়িয়েছে। সেই সঙ্গে শহরের পানি সরবরাহের নেটওয়ার্কের লিক কমেছে ১০ শতাংশ। পানির অন্যান্য ব্যবহার বেড়েছে ২১ বিলিয়ন ঘনমিটারে, যা দশ বছর আগের চেয়ে সাড়ে তিন গুণ বেশি।

চীনে ২০১৮ সাল থেকে, মোট ৩৩ দশমিক ৮ বিলিয়ন ঘনমিটার পানি উত্তর চীনে নবায়নযোগ্য করা হয়েছে, যার মধ্যে ভূগর্ভস্থ পানি ছিল ১৩ বিলিয়ন ঘনমিটারেরও বেশি।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি