রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনার আহ্বান চীনের
2024-03-16 16:58:54

মার্চ ১৬: জাতিসংঘে চীনা স্থায়ী উপপ্রতিনিধি কেং শুয়াং গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইউক্রেনকে শান্তি আলোচনার আহ্বান জানিয়েছেন।

কেং শুয়াং বলেন, বর্তমানে শান্তি বাস্তবায়ন হলো সবচেয়ে জরুরি বিষয়। ইউক্রেন ইস্যুতে পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। জাতিসংঘ সনদ, নীতি ও লক্ষ্যের সম্মান করতে হবে।

বিভিন্ন দেশের যুক্তিসঙ্গত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানিয়ে কেং শুয়াং বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করা উচিত। আন্তর্জাতিক সমাজকে কূটনৈতিক মধ্যস্থতা জোরদার এবং পরিস্থিতি স্বাভাবিক করা ও একটি রাজনৈতিক মীমাংসা অর্জনের জন্য শর্ত তৈরি করতেও চীন আহ্বান জানায় বলে উল্লেখ করেন কেং শুয়াং।

(ছাই/হাশিম)