চীনে ওষুধ প্রয়োগের রোবট তৈরি
2024-03-16 20:00:20

মার্চ ২৬: চীনের বিজ্ঞান একাডেমির শেনচেন উন্নত প্রযুক্তি গবেষণালয় গতকাল (শুক্রবার) জানিয়েছে যে, তাদের গবেষকদল রোগীর শরীরে ওষুধ সরবরাহ করতে পারে এমন একটি রোবট তৈরি করেছে। এই রোবট অঙ্গ-প্রতঙ্গের অভ্যন্তরীণ অবস্থা অনুযায়ী রোগীকে প্রয়োজনীয় ওষুধ দিতে এবং এর পরিমাণও নিয়ন্ত্রণ করতে সক্ষম।

এই গবেষণার ফলাফল সম্প্রতি আন্তর্জাতিক  জার্নাল ‘মার্কিন রাসায়নিক  সোসাইটি ন্যানো’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

(ওয়াং হাইমান/হাশিম/ছাই)