২৯ পণ্যের দাম নির্ধারণ করে দিল বাংলাদেশে সরকার
2024-03-16 17:30:06

মার্চ ১৬, সিএমজি বাংলা ডেস্ক: পাইকারি ও খুচরা পর্যায়ে ২৯টি কৃষিপণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশের কৃষি বিপণন অধিদপ্তর।

শুক্রবার দাম নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, গরুর মাংস খুচরা পর্যায়ে প্রতি কেজি ৬৬৪ টাকা ৩৯ পয়সা, বয়লার মুরগি ১৭৫ টাকা ৩০ পয়সা এবং দেশি পেঁয়াজ খুচরা ৬৫ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রসুন ছোলা, মাছ, ডাল, বিভিন্ন প্রকার সবজিসহ বেশ কয়েকটি পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি বিপণন আইনের ক্ষমতাবলে “কতিপয় নিত্য প্রয়োজনীয় কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো”।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্যে ব্যবসায়ীদেরকে পণ্য বেচাকেনার অনুরোধ জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

শুভ/রহমান