স্বাস্থ্যখাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করবে চীন
2024-03-15 17:39:38

ঢাকা, মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: স্বাস্থ্যখাতে বিভিন্ন দিকে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদার করার সদিচ্ছা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্তলাল সেনের সঙ্গে বৃহস্পতিবার এক বৈঠকে এ সদিচ্ছা ব্যক্ত করেন তিনি।

দুই পক্ষের মধ্যে আলোচনায় চীন ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যখাতের পেশাজীবীদের আদান-প্রদান জোরদার করা, বাংলাদেশি নাগরিকদের মধ্যে চীনে স্বাস্থ্যসেবার প্রচার এবং দুই দেশের ফার্মাসিউটিক্যাল ফার্মের মধ্যে সহযোগিতার সুবিধাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, সচিব মো. জাহাঙ্গীর আলম এবং বাংলাদেশে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং।

শান্তা/রহমান