চীন-পাক সহযোগিতা সম্প্রসারণ করতে চায় বেইজিং
2024-03-15 18:46:05

মার্চ ১৫: চীন পাকিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা জোরদার করতে চায়। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এ কথা বলেছেন।

সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকে দেওয়া এক চিঠিতে বলেছেন যে, তিনি প্রেসিডেন্ট সি’র সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করা, রাজনীতি ও অর্থনীতি নিয়ে সহযোগিতা বাড়ানো এবং দু’দেশের অভিন্ন স্বার্থ বাড়াতে চান।

এ বিষয়ে চীনা মুখপাত্র বলেন, চীন প্রেসিডেন্ট জারদারির মন্তব্যের প্রশংসা করে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে দেওয়া এক চিঠিতে বলেছেন যে, চীন ও পাকিস্তান ভালো প্রতিবেশী, ভালো বন্ধু, ভালো অংশীদার এবং ভালো ভাই।

মুখপাত্র আরো বলেন, চীন-পাক মৈত্রী ইতিহাসের বাছাই, যা দু’দেশের জনগণের অভিন্ন মূল্যবান সম্পদ। চীন পাকিস্তানের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী বাড়াতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেগবান করতে এবং নতুন যুগে আরো ঘনিষ্ঠ চীন-পাক অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে চান।

(শুয়েই/তৌহিদ/আকাশ)