মার্কিন গোয়েন্দা সংস্থার চীনবিরোধী তৎপরতা নিয়ে যা বললেন মার্কিন অর্থনীতিবিদ
2024-03-15 15:22:25

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বছরের পর বছর চীনের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)। এমন কর্মকাণ্ডে চীনের অভ্যন্তরীণ বিষয়ে ক্ষতিকর আমেরিকান হস্তক্ষেপও স্পষ্টভাবে ফুটে উঠেছে। বৃহস্পতিবার সিনহুয়াকে এমনটা বলেছেন বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাকস।

 

কলম্বিয়া ইউনিভার্সিটির অর্থনীতির এ অধ্যাপক এবং সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক একটি প্রতিবেদনে মন্তব্য করার সময় বলেন, ট্রাম্প প্রশাসনের সময় সিআইএ চীনাদের জনমতকে সরকারের বিরুদ্ধে নিয়ে যেতে চীনা সোশ্যাল মিডিয়ায় গোপন প্রচারণা চালায়।

 

অন্যদিকে, রয়টার্সের একটি প্রতিবেদনে সাবেক এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় গোপনীয় কর্মকাণ্ড সম্পর্কে জানেন বলেও জানানো হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে সিআইএ তাদের এজেন্টদের একটি ছোট দল তৈরি করেছিল যাদের কাজ ছিল ইন্টারনেটে ভুয়া পরিচয় ব্যবহার করে চীন সরকার সম্পর্কে নেতিবাচক কথাবার্তা ছড়িয়ে দেওয়া এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নিন্দা করা।

 

জেফরি বলেন, বিআরআই সম্পর্কে সিআইএ যে নেতিবাচক প্রচারণা চালাচ্ছিল তা তার নজরে বেশ ভালো করে পড়েছে। কারণ তিনি অনেক দিন ধরেই বিআরআই সম্পর্কে মার্কিন প্রশাসনের অপপ্রচার শুনে আসছিলেন। এখন সেই বিষয়টাকেই স্বীকার করা হচ্ছে বলে জানান স্যাকস।

 

জাতিসংঘের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে স্যাকস বলেন, জাতিসংঘের সনদের মূলে রয়েছে অন্যদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মতবাদ। দুর্ভাগ্যবশত, যুক্তরাষ্ট্র সরকার অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ব্যাপকভাবে হস্তক্ষেপ করে। এই ধরনের বেআইনি কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিত বলেও স্যাকস জানান।

 

এ অর্থনীতিবিদ বলেছেন এই ধরনের কর্মকাণ্ড সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং একটি বিস্তৃত পরিসরে আন্তর্জাতিক অবিশ্বাস তৈরি করে যা কখনও কখনও ইউক্রেনের মতো সংঘাতেও পরিণত হতে পারে।

 

তিনি যোগ করেন, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচিত হস্তক্ষেপ না করার আন্তর্জাতিক আইনের প্রতি আবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সিআইএ-এর ওই প্রোগ্রাম বজায় রেখেছে কিনা তা স্পষ্ট নয়।

 

ফয়সল/শান্তা

 

তথ্য ও ছবি: সিজিটিএন