ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা
2024-03-15 16:09:14

মার্চ ১৫: ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘ সময়ের উপদেষ্টা মুহাম্মদ মুস্তাফাকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন এবং নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) ফিলিস্তিন বার্তা সংস্থা এ খবর জানায়।

দায়িত্বপ্রদান পত্রে প্রেসিডেন্ট আব্বাস পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালানোর জন্য মুস্তাফাকে নির্দেশনা দিয়েছেন। নতুন সরকারের প্রধান দায়িত্ব হবে গাজা এলাকার ত্রাণ ও পুনর্গঠনে নেতৃত্ব দেওয়া এবং সেটা সমন্বয় করা।

জানা গেছে, মোস্তফা বিশেষজ্ঞদের নিয়ে একটি টেকনোক্র্যাট সরকার গঠনের চেষ্টা চালাবেন। (প্রেমা/রহমান/শিশির)