ডোমিনিকা ও চীন হচ্ছে প্রকৃত বন্ধু: ডোমিনিকান প্রধানমন্ত্রী
2024-03-15 20:00:47


মার্চ ১৫: ডোমিনিকার প্রধানমন্ত্রী রুসভল্ট স্কেরিট গত বুধবার বলেছেন, ডোমিনিকা ও চীন হচ্ছে প্রকৃত বন্ধু রাষ্ট্র। দু’দেশের কাছাকাছি চিন্তাধারা রয়েছে এবং তারা পরস্পরকে সম্মান করে। ডোমিনিকা এক চীন নীতিতে সবসময় অবিচল থাকবে এবং চীনের শান্তিপূর্ণ একীকরণে সমর্থন দেয়। বৈশ্বিক উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চীনের প্রচেষ্টায় বাধাদানের বিরোধিতা করে ডোমিনিকা। 


দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে ডোমিনিকা সরকার ও সেদেশে নিযুক্ত চীনা দূতাবাস যৌথভাবে একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করে। প্রধানমন্ত্রী রুসভল্ট সে অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, চীনের সঙ্গে একযোগে চীন ডোমিনিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা এগিয়ে নিতে চায় ডোমিনিকা। একযোগে বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ ও বিশ্ব সভ্যতা উদ্যোগ বাস্তবায়নে চেষ্টা করতে চায় তার দেশ। ‘বেল্ট আন্ড রোড’ সহযোগিতার আওতায় নানা খাতে সহযোগিতা আরও জোরদার করতে চায় ডোমিনিকা। যাতে করে আরও গভীর সহযোগিতার মাধ্যমে দু’দেশের সম্পর্কের উন্নয়ন এগিয়ে নেওয়া যায়। 


তিনি আরও জানান, চীনের সাহায্য ও সমর্থনে ডোমিনিকার অর্থনীতি ও সমাজের স্থিতিশীল উন্নতি হচ্ছে, বাস্তব সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে দেশের কল্যাণ হচ্ছে। বিশেষ করে হারিকেন ‘মারিয়া’ ও কোভিড মহামারীর সময় চীন সবার আগে ডোমিনিকাকে সাহায্য করেছিল। দুর্যোগ পরবর্তী নির্মাণকাজ ও পুনরুদ্ধারে মৌলিক ভূমিকা পালন করেছে চীন। এতে ডোমিনিকা আন্তরিক কৃতজ্ঞতা জানায়। 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)