কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিশুদের অধিকার উন্নয়ন নিয়ে ৮০টি দেশের পক্ষে চীনা প্রতিনিধির বক্তৃতা
2024-03-15 14:25:32


মার্চ ১৫: জাতিসংঘ জেনেভা কার্যালয় এবং সুইজারল্যান্ডে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি ছেন সিয়ু বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব-উন্নয়নের একটি নতুন ক্ষেত্র, যেকারণে সবার উচিত যৌথ আলোচনা, যৌথ প্রতিষ্ঠা ও ভাগাভাগির ধারণা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন করা।

গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে ৮০টি দেশের পক্ষ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিশুদের অধিকার উন্নত করা সম্পর্কিত এক বক্তৃতায় তিনি একথা বলেন।

ছেন সিয়ু বলেন, শিশুরা মানবজাতির ভবিষ্যৎ ও আশা এবং তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও উপভোগ করা একটি প্রধান সম্প্রদায় হয়ে উঠবে।

বক্তব্যে তিনি তিনটি প্রস্তাব উত্থাপন করেন। প্রথম প্রস্তাবটি হলো ‘শিশুদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’র ধারণায় অবিচল থাকা। স্থায়ী প্রতিনিধি বলেন, শিশুদের মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত।

তার দ্বিতীয় প্রস্তাব হলো ন্যায্যতা ও সর্বজনীন সুবিধায় অবিচল থাকা। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তিগত সমর্থন দেওয়া এবং তাদের সঙ্গে অভিজ্ঞা শেয়ার করা উচিত।

আর তৃতীয় প্রস্তাব হলো বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, আইন, জাতীয় পরিস্থিতি, ইতিহাস, ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন করা।

(তুহিনা/রহমান)