সিনচিয়াংয়ে তথাকথিত 'বাধ্যতামূলক শ্রম' শতাব্দীর বড় মিথ্যা
2024-03-15 17:21:38

মার্চ ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সিনচিয়াংয়ে তথাকথিত "বাধ্যতামলূক শ্রম" সম্পূর্ণরূপে চীন-বিরোধী শক্তির বানোয়াট বিষয় ও শতাব্দীর বড় মিথ্যা কথা।

মুখপাত্র বলেন, তথ্যে প্রমাণিত হয়েছে যে, যুক্তরাষ্ট্রের তথাকথিত "উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট" মূলত আমেরিকান রাজনীতিবিদদের সিনচিয়াংয়ের স্থিতিশীলতা নষ্ট করা এবং চীনের উন্নয়ন প্রতিরোধের একটি হাতিয়ার।

আন্তর্জাতিক সমাজের উচিত যুক্তরাষ্ট্রের ভুল পদক্ষেপগুলিকে দৃঢ়তার সাথে প্রতিহত করা, যা "মানবাধিকারের" ছদ্মবেশে অন্য দেশকে অপবাদ দেয়, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, অন্য দেশের ব্যবসাবাণিজ্য দমন করে এবং অন্য দেশের উন্নয়নে বাধা দেয়। চীন দৃঢ়ভাবে চীনা প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

(জিনিয়া/তৌহিদ/ফেই)