রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
2024-03-15 13:10:26

মার্চ ১৫: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আজ (শুক্রবার) ভোটগ্রহণ শুরু হয়েছে। কামচাতস্কায়া ক্রায় এবং চুকোতস্কিয় স্বায়ত্তশাসিত অঞ্চলসহ রুশ ভূখণ্ডের পূর্বতম অংশে অবস্থিত বিভিন্ন জায়গার ভোট কেন্দ্রগুলো স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণের জন্য খুলে দেওয়া হয়।

রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, দেশটিতে প্রায় ১১ কোটি ভোটার আছেন, যাদের মধ্যে ১৮ লাখেরও বেশি সারা বছর বিদেশে থাকেন।

এবারের নির্বাচনের জন্য ৯০ হাজারেরও বেশি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিশাল ভূখণ্ড হওয়ায় ১৫ থেকে ১৭ মার্চ – তিন দিন ধরে এবারের ভোটগ্রহণ চলবে। ভোটকেন্দ্রগুলো সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো দূরবর্তী ইলেকট্রনিক ভোটিং চালু হয়েছে এবং ২০টিরও বেশি অঞ্চলের ভোটাররা ২৯ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত দূরবর্তী ইলেকট্রনিক ভোটিংয়ের জন্য আবেদন জমা দিতে পারেন।

রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মোট ৪ জন প্রার্থী এবারের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন।

লিলি/রহমান