মার্কিন আচরণ আধিপত্যবাদী
2024-03-15 15:27:49

মার্চ ১৫: এপ্রিল মাসে জাপান, যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স তিনটি দেশ শীর্ষসম্মেলন আয়োজন করে পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবে। এ বিষয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন। যুক্তরাষ্ট্রের আচরণকে আধিপত্যবাদী বলে মন্তব্য করেন তিনি।

গতকাল(বৃহস্পতিবার) বেইজিংয়ে এই নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড পুরোপুরি আন্তর্জাতিক আইন এবং চীনের আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এতে কোনো বিতর্কিত বিষয় নেই। তবে, এর বিপরীতে যুক্তরাষ্ট্র অনেক দূরে চীনের প্রতিবেশী এলাকায় এসে মিত্র দেশগুলোকে নিয়ে চীনকে উসকানি দেয়, যা একেবারে আধিপত্যবাদ আচরণ। চীনের ভূখণ্ডের অখণ্ডতা এবং সমুদ্রের স্বার্থ লঙ্ঘন করা যাবে না। নিজের বৈধ অধিকার রক্ষায় চীনের দৃঢ় সংকল্প আছে। কোনো দেশ চীনের সার্বভৌম স্বার্থের ক্ষতি করলে চীন নিশ্চয় দৃঢ় জবাব দেবে।

(শুয়েই/তৌহিদ/আকাশ)