‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন দিলে নিজের গায়ে আগুন লাগবে’: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়
2024-03-15 20:12:12

মার্চ ১৫: আজ (শুক্রবার) বিকালে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং সিও কাং বেইজিংয়ে জানান, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন দিলে নিজের গায়েই আগুন লাগবে। 


তিনি বলেন, তাইওয়ান হচ্ছে চীনের তাইওয়ান। তাইওয়ান বিষয়টি চীনের সবচেয়ে মৌলিক স্বার্থ। যা চীন-মার্কিন সম্পর্কের প্রথম রেড লাইন। এটা অতিক্রম করা যাবে না। সম্প্রতি, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র সরবরাহ ও তাইওয়ানের সশস্ত্রবাহিনীর প্রশিক্ষণ পরিচালনার জন্য লোক পাঠানোসহ নানা পদ্ধতিতে ‘এক চীন নীতি’ নষ্ট ও লঙ্ঘন করছে। তারা ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের গুরুতর ভুল সংকেত পাঠিয়েছে এবং গুরুতরভাবে তাইওয়ান প্রণালীর দু’পারের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে।


তিনি বলেন, ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদ’ তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার বিরোধী। যুক্তরাষ্ট্রের উচিত শিগগিরি চীনের তাইওয়ান অঞ্চলের সঙ্গে যে কোনো ধরনের সরকারি বিনিময় ও সামরিক যোগাযোগ বন্ধ করা, তাইওয়ানকে অস্ত্র দেওয়া বন্ধ করা, এবং ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ সমর্থন না দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা।


চীনা মুখপাত্র জোর দিয়ে বলেন, গণ-মুক্তিফৌজ সবসময় উচ্চ মানের সতর্কতা বজায় রাখছে। তারা দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবে এবং দৃঢ়ভাবে ‘তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের’ বিচ্ছিন্নতার অপচেষ্টা ও হস্তক্ষেপ নস্যাৎ করবে।

 

(আকাশ/তৌহিদ/ফেইফেই)