যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ কোনও ন্যায্যতা বা ন্যায়বিচার ছাড়াই টিকটক-সংক্রান্ত বিল পাস করেছে
2024-03-15 17:19:39

মার্চ ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া টিকটক-সংক্রান্ত বিলটি যুক্তরাষ্ট্রকে ন্যায্য প্রতিযোগিতার নীতি এবং আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক নিয়মের বিপরীতে গেছে। যদি জাতীয় নিরাপত্তার তথাকথিত কারণগুলিকে অন্য দেশের ভালো কোম্পানি যথেচ্ছভাবে দমনের জন্য ব্যবহার করা হয়, তাহলে কোন ন্যায্যতা ও ন্যায়বিচার থাকে না। অন্যের ভাল জিনিস দেখে তা জোরপূর্বক দখল করা সম্পূর্ণ ডাকাতি মানসিকতা।

যুক্তরাষ্ট্রের টিকটক সংক্রান্ত ঘটনার আচরণ বিশ্বকে আরও স্পষ্টভাবে দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের তথাকথিত "নিয়ম ও আদেশ" বিশ্বের জন্য কল্যাণকর নয়। এটা শুধু মার্কিন স্বার্থের জন্যই।

(জিনিয়া/তৌহিদ/ফেই)