তেত্রিশ মাসে তৈরি হলো কুয়াংচৌ-চানচিয়াং হাই-স্পিড রেলওয়ে টানেল
2024-03-15 15:23:29

মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: টানা ৩৩ মাসের কাজের পর কুয়াংচৌ-চানচিয়াং হাই-স্পিড রেলওয়েতে নির্মিত সমুদ্রের তলদেশের টানেলটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার টানেলটি তৈরির কাজ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

চানচিয়াং উপসাগরের সমুদ্রের তলদেশ এবং কুয়াংতোংয়ের চেনচিয়াং শহরের কেন্দ্রস্থল অতিক্রম করা এ টানেলের মোট দৈর্ঘ্য ৯ হাজার ৬৪০ মিটার। এর মধ্যে ৭ হাজার ৫৫১ মিটার খনন করতে ব্যবহৃত হয়েছে হেভি শিল্ড টানেলিং মেশিন। চীনে একটি মাত্র শিল্ড টানেলিং যন্ত্র দিয়ে খনন করা সমুদ্রগামী দীর্ঘতম হাই-স্পিড রেলওয়ে টানেল এটি।

৪০১ কিলোমিটারের দৈর্ঘ্যের কুয়াংচৌ-চানচিয়াং হাই-স্পিড রেলওয়েটিতে আছে ৯টি স্টেশন। এখানে ট্রেনের গতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারবে। এতে ট্রেন চলাচল শুরু হবে ২০২৫ সালে।

টানেলটি পুরোপুরি চালু হলে কুয়াংচৌ ও চানচিয়াংয়ের ভ্রমণ সময় পৌনে তিন ঘণ্টা থেকে কমে দেড় ঘণ্টায় দাঁড়াবে। দক্ষিণের কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার মেগা শহরগুচ্ছের উন্নয়নে এটি চানচিয়াংয়ের পক্ষ থেকে একটি বড় অবদান হয়ে থাকবে বলে জানায় চানচিয়াং নগর কর্তৃপক্ষ।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি