কৃত্রিম বুদ্ধিমত্তা আইন পাস হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে
2024-03-14 12:59:55

মার্চ ১৪: ইউরোপীয় পার্লামেন্টে গতকাল (বুধবার) কৃত্রিম বুদ্ধিমত্তা আইন পাস হয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ আইন প্রণয়নের চূড়ান্ত বাধা দূর হলো।

ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে অনুষ্ঠিত ভোটে এ আইনটির পক্ষে ৫২৩ ভোট এবং বিপক্ষে ৪৬ ভোট পড়ে। 

ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ বাজার বিষয়ক কমিশনার থিয়েরি ব্রেটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি ইউরোপীয় পার্লামেন্টে ‘বিশ্বস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক বিশ্বের প্রথম সমন্বিত ও বাধ্যতামূলক প্রবিধান’ গ্রহণকে স্বাগত জানান।

সকল অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন গেজেটে আইনটি প্রকাশিত হবে এবং ২০ দিন পরে কার্যকর হবে। বিলটির প্রাসঙ্গিক বিধানগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

(অনুপমা/রহমান)